• ঢাকা
  • বুধবার , ৯ জুলাই ২০২৫ , রাত ১২:২৩
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পুঠিয়া'য় প্রাইভেট পড়তে গিয়ে উধাও অষ্টম শ্রেণীর ছাত্রী-

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পুঠিয়া'য় প্রাইভেট পড়তে গিয়ে উধাও অষ্টম শ্রেণীর ছাত্রী- ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার-

রাজশাহী পুঠিয়া উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে মোছা: মোহনা খাতুন (১৩) নামে অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার ২২মে এ ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রীর বাবা খলিলুর রহমান পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোহনা জিউপাড়া ইউনিয়ন সৈয়দপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর পিতা খলিলুর রহমান বলেন প্রতি দিনের মত আমার মেয়ে 

বুধবার (২১ মে) বৈকালে পাশের হোনিডাঙ্গা গ্রামে শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন বৃহস্পতিবার (২২ মে) থানায় সাধারণ ডায়েরি করে আসার পরে বিভিন্ন লোক মারফতে জানতে পারি আমার মেয়ে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে এলাকার নরশেদের ছেলে সোহান (২২) তুলে নিয়ে গেছে। আমি মেয়েকে যে কোন মূল্যে ফেরত চাই।

এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য সহানের বাড়িতে গেলে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি তবে প্রতিবেশী তুফাজ্জল ইসলাম বলেন গত দুইদিন ধরে সোহানেরা কেউ বাড়িতে নেই আপনারা যা শুনেছেন সবই সত্যি ঘটনা।

নিখোঁজ ছাত্রীর মা সালমা বেগম বলেন:

আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সোহান, মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে মাত্র ১৩ বছর বয়স যার ফলে আমরা বিয়েতে রাজি হয় নাই, এখন সে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার স্বামী থানায় গিয়েছিল, আমি কিছু চাই না শুধু আমার ছোট্ট মেয়েটাকে ফেরত চাই এবং এর সঠিক বিচার চাই। 

এ বিষয়ে অভিযুক্তর পিতা নরশেদ আলী বলেন, আমার ছেলেকে ওই মেয়ে ভালবাসে বলেই চলে এসেছে আমি চেষ্টা করছি মেয়ের বাবার সাথে কথা বলে সমস্যা সমাধানের।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার্স ইনচার্জ কোবির হোসেন বলেন, মেয়েটির বাবা থানায় এসে সাধারণ ডায়রি করেছে আমরা চেষ্টা করছি দ্রুতই মেয়েটিকে উদ্ধারের।

অন্যদিকে এই ঘটনা নিয়ে এলাকাতে তৈরি হয়েছে উত্তেজনা যে কোন মুহূর্তে ঘটতে পারে সংঘর্ষের মতো ঘটনা।


রাজশাহী

আরও পড়ুন