• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:০৩
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে ময়মনসিংহ রেঞ্জে বদলি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে ময়মনসিংহ রেঞ্জে বদলি ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র  এ তথ্য নিশ্চিত করেন। অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের মধ্যনগর থানার ওসি মোঃ সজীব রহমানকে পুলিশের  ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি  করা হয়।

শুক্রবার (২৩ মে) রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র জানান, বদলিকৃত মধ্যনগর থানার ওসি মোঃ সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। পুলিশের অন্য কোনো ইউনিটে তাকে পদায়ন করা হয়নি।

শনিবার সকালে মধ্যনগর থানার ওসি সজীব রহমান মধ্যনগর থানা থেকে তাকে জনস্বার্থে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে বদলির বিষয়ে জানতে চাইলে বদলি হওয়ার বিষয়টি তিনি অবগত নন বলে  জানান।

ধর্মপাশা ও মধ্যনগর থানার সার্কেলের দায়িত্বে থাকা মোঃ আলী ফরিদ বলেন, এই বদলীর বিষয়টি আমি শুনেছি। ময়মনসিংহ রেঞ্জে হেডকোয়ার্টার থেকে বদলি করা হয়েছে। 


সুনামগঞ্জ

আরও পড়ুন