ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।প্রায় ১৭ বছর পর গতকাল ২৩শে মে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ভেড়ামারা সরকারি পাইলট মডেল স্কুলে, পৌর বিএনপি-র আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু'র সঞ্চালনায় এবং পৌর বিএনপি'র আহবায়ক আবু দাউদের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। দ্বিবার্ষিক সম্মেলনকে সুসম্পন্ন করার জন্য এডভোকেট আব্দুল মজিদকে প্রধান নির্বাচন কমিশনার, এস এম বদিউজ্জামান ও আব্দুল হান্নান মৃধাকে নির্বাচন কমিশনার করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটি বাছাইয়ের ক্ষেত্রে ছয় শতাধিক ডেলিগেটের ভোট গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ১৭ বছর পর আমরা স্বাধীনভাবে এমন সম্মেলন আয়োজন করতে পারছি। যা নয় মাস আগেও সম্ভব ছিল না। গত জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেপথ্যের শক্তি আর অভিভাবক হিসেবে কাজ করেছে বিএনপি। আমরা আন্দোলন থেকে বিজয় ছিনিয়ে আনার জন্য বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সকল সাংগঠনিক ইউনিট ঝাঁপিয়ে পড়েছিলাম। তাই
স্বৈরাচারদের বিতারিত করতে বিএনপি এবং তারেক রহমানের অবদানকে কোনভাবেই অস্বীকার করা যাবে না। এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, ভেড়ামারা পৌর বিএনপি দিবার্ষিক সম্মেলনে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়েছে। এখানে নেতা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনে ভোট দেয়ার ব্যবস্থা ছিল। নির্বাচিত নেতাদের তিনি আহ্বান জানিয়ে বলেন সামনের দিনগুলোতে যে আন্দোলন হবে সেখানে তিনি বিএনপি'র পৌর কমিটিকে অগ্রভাগে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুষ্টিয়া২- ভেড়ামারা মিরপুর আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, দৌলতপুরের সাবেক এমপি রেজা আহমেদ রাচ্চু।অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র,উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ভেড়ামারা উপজেলার আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ শাহজাহান আলী। সম্মেলনের শেষের দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মজিদ পৌর কমিটির সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা আবু দাউদ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজার নাম ঘোষণা করেন।