• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:৫৩
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ ও জরিমানা আদায়।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ ও জরিমানা আদায়। ই-পেপার/প্রিন্ট ভিউ

শেখ মারুফ হোসেন,  সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

 সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের পার্শ্ববর্তী এলাকার শীতলপুর গ্রামে শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১২টায় অবৈধভাবে পরিচালিত ‘সিয়াম ব্রিকস’ নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ভাটার লীজ মালিক আব্দুর সবুরকে আটক করা হয়। তিনি গনপতি গ্রামের আব্দুস সামাদের ছেলে।কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস অভিযান পরিচালনা করেন এবং তার সাথে ছিলেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস ও সঙ্গী ফোর্স। এ সময় স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। পরিবেশ বিধিমালা লঙ্ঘনের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় জব্দ করা হয় ইট ভাটার কাজে ব্যবহৃত একটি জেনারেটর মেশিন। পরবর্তীতে ইটভাটার লীচকৃত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নেওয়ার পর মুক্তি দেওয়া হয়।


সারাবাংলা

সাতক্ষীরা

আরও পড়ুন