• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:৩০
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মৌলভীবাজার শহরে মনু নদীর গাইড ওয়াল নির্মাণের দাবীতে মানব/বন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মৌলভীবাজার শহরে মনু নদীর গাইড ওয়াল নির্মাণের দাবীতে মানব/বন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ জোসেপ আলী চৌধুরী:

 মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় মনু নদীর গাইড ওয়াল নির্মাণ কাজ অনেক দিন যাবত বন্ধ রয়েছে।

বন্ধ গাইড ওয়ালের কাজ পুনঃরায় শুরু করার দাবিতে ২৫ মে রোববার দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহরের সর্বস্থরের লোকজন অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলে ২০১৮ সালে মনুনদীর বাধ ভেঙ্গে বড়হাট এলাকা সহ শহরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। এর পর হতেই বড়হাট এলাকায় গাইড ওয়ালের কাজ শুরু করার দাবি উঠে। এলাকা বাসির দাবীর পরিপ্রক্ষিতে পানি উন্নয়ন বোর্ড দরপত্র আহবান করে এবং কাজের আদেশ দেয়া হয়। কাজের আদেশ প্রদানের প্রায় তিন বছর অতিবাহিত হলেও নিযুক্ত ঠিকার কাজ করছেনা। এব্যপাবে পানি উন্নয়ন বোর্ড কোন কার্যকর প্রদক্ষেপ নিচ্ছেনা। আবার দির্ঘদিন ধরে পুরাতন বাধ মেরামত না করায় আসন্ন বর্ষা মৌসুমে আবর নদীর বাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার সম্ভভনা রয়েছে। এব্যারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন বলে এলাকা বাসী আশা করেন


মৌলভীবাজার

আরও পড়ুন