ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদন চক এলাকার মৃত মোবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে আবু আহমেদ নাজমুল কবির মুক্তা (৭০)।
২৪ মে শনিবার রাত ৯ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর হলমোড় এলাকা থেকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আবু আহমেদ নাজমুল কবির মুক্তা অপারেশন ঈগল হান্টের হত্যা মামলার এজাহারনামীয় আসামী।