• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:৪৭
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রুপগঞ্জে জমকালো আয়োজনে ভূমি মেলা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রুপগঞ্জে জমকালো আয়োজনে ভূমি মেলা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

রনি আহম্মেদ, রুপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫।

আজ রবিবার (২৫ মে) সকাল থেকে রুপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এবারের মেলার প্রতিপাদ্য ছিল: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।”

উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মেলা। এরপর উপজেলা সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে ভূমি ব্যবস্থাপনা ও কর প্রদান বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল তাসবীর হোসেন,সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।


নারায়ণগঞ্জ

আরও পড়ুন