স্টাফ রিপোর্টার রংপুর।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মামুন শেখ (৫২) নামক ব্যাক্তি তিন বছরের সাজা থেকে বাঁচতে ছয় বছর পলাতক ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মামুন শেখ (৫২)।
(২৫ মে ) রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন শেখ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের উসমান শেখের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মামুন শেখ ১জন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মামুন শেখ একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।