• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:১৫
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নড়াইলে ১কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি পুলিশের হাতে গ্রেফতার।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নড়াইলে ১কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি পুলিশের হাতে গ্রেফতার। ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজল হোসেন(২৫) নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। 

গ্রেফতারকৃত মোঃ সজল হোসেন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দক্ষিনপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। 

গত ২৭ মে' মঙ্গলবার রাতে জয়পুর গ্রামস্হ ফুলিকাজীর মোড় সংলগ্ন শিকদার এন্টারপ্রাইজ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান ও এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজল হোসেন কে গ্রেফতার করে।

 এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল

আরও পড়ুন