• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:১৮
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পীরগঞ্জের আলমপুর ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ও পাঁচটি গ্রামকে ইকো নিউট্রিশন ঘোষণা।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পীরগঞ্জের আলমপুর ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ও পাঁচটি গ্রামকে ইকো নিউট্রিশন ঘোষণা। ই-পেপার/প্রিন্ট ভিউ

মাহমুদুল হাসান সোহেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-

রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ও পাঁচটি গ্রামকে ইকো নিউট্রিশন ঘোষণা করা হয়েছে। আজ ২৯ শে মে বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ মাঠে পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন (এপি) র আয়োজনে উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক এই ঘোষণা প্রদান করেন। জানা গেছে ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন থেকে উক্ত ইউনিয়নে বাল্যবিবাহমুক্ত সুপিয় পানি ব্যবহার,ছ্যানিটিশন সুব্যবস্থা, পুষ্টিযুক্ত খাদ্য উৎপাদন, ঝরে পড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা, হাঁস-মুরগি গরু পালন করে নিজেকে স্বাবলম্বীকরণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় এবং গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে মানুষের বেঁচে থাকার ইতিবাচক কাজগুলো সম্পন্ন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফজলুল কবির, পীরগঞ্জ এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগড়া, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা, এপির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ইয়ং প্রফেশনাল অফিসার, রনি পালমা,আঞ্জুমান নুরিন,ও নয়নী কিসকু, এছাড়াও পাঁচটি গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, \সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি সদস্য সদস্যা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


রংপুর

আরও পড়ুন