ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৪ টায় জেলা শহরের টাউন ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপি’র সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ওবায়েদ পাঠান, জেলা শ্রমিক দলের হাবিবুর রহমান লিটন এ এইচ এম এম জামাল বাচ্চু সেক্রেটারি পৌর বিএনপি প্রমুখ।
অপরদিকে, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে জুমার নামাজ শেষে জেলা শহরের বাতেন খাঁর মোড়, শান্তি মোড়, নিউ মার্কেট এলাকায় এই খাবার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৪ শতাধিক অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় বিএনপির নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন। দুপুরে খাবার বিতরণ শেষে বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতউদ্দোলার উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহিন শওকত খালেক, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সদস্য ইসমাইল বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জহিরুল বিশ্বাস বুলু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আলম রিপনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র অঙ্গসংগঠনের শ্রমিক দল. মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানী খতম করা হয়।