রংপুরস্থ জি,এম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয়পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের রংপুরস্থ বাসভবনে সন্ত্রাসী হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকের সম্ভাব্য প্রার্থী এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল) এর নেতৃত্বে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস
জাতীয়পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের রংপুরস্থ বাসভবনে সন্ত্রাসী হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকের সম্ভাব্য প্রার্থী এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল) এর নেতৃত্বে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির অন্যতম সদস্য সাবেক ভিপি সাইফুর রহমান সমছুর সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলরবের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে জেলা জাতীয়পার্টির সদস্য সচীব এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল) ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল) বলেছেন যারা জাতীয়পার্টির চেয়ারম্যান জি,এম কাদেরের বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নি সংযোগ করেছে তারা দেশের মঙ্গল চায়না। তারা চায় দেশকে ধ্বংস করে দিতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশের একজন সুনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয়পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ করে তারা প্রমান করতে চায় ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদকারী আরেকটি তৈরী হয়েছে। তিনি ইউনুস সরকারের প্রতি আহবাহ জানিয়ে বলেন আপনাকে সামনে রেখে কিছ ুউশৃঙ্খল যুবকরা মব সৃষ্টি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে । অবিলম্বে সকল হামলাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান তিনি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক এডভোকেট শাহ ্আলম (তুলিপ), শিক্ষানুবিশ আইনজীবী জেলা জাতীয়পার্টির সদস্য আনিসুল হক, জেলা জাতীয়পার্টির সদস্য মোঃ নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, আমির হোসেন, কাবের হোসেন, খলিলুর রহমান, নাসিম খান, জাপা নেতা সাব্বির প্রমুখ। ##