গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে প্রায় ১২ কোটি ৯৪ লক্ষ ৬৫ হাজার ২৪ টাকা ৬০ পয়সার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (০২ জুন) বিকেলে জেলা প্রসাশন হল রুমে জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), লুৎফুন নাহার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ময়মনসিংহ সহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাবৃন্দ।
চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন বলেন, ময়মনসিংহ বিভাগ উন্নয়নকল্পে এই ভূমি অধিগ্রহন করা হয়। তাই, অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করা হচ্ছে।
আজকে ৭৩ জন অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে ১২ কোটি ৯৪ লক্ষ ৬৫ হাজার ২৪ টাকা ৬০ পয়সার চেক হস্তান্তর করা হয়েছে।