• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:৫৯
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যমুনা ব্যাংক কর্মীসহ দুই মহিলা লীগ নেত্রী গ্রেফতার : নাশকতার অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
যমুনা ব্যাংক কর্মীসহ দুই মহিলা লীগ নেত্রী গ্রেফতার : নাশকতার অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

রনি আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংকের এক নারী কর্মী ও দুই মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (০২-৬-২০২৫ইং ) দুপুরে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আক্তার চম্পাকে নিজ বাড়ি থেকে এবং দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও যমুনা ব্যাংক কাঞ্চন শাখার অফিস সহায়ক মারুফা আক্তার সুমিকে তার কর্মস্থল ব্যাংক থেকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত দুই নেত্রী রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং মহিলা লীগ কর্মীদের সংগঠিত করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী প্রচারণা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া, ২০২৩ সালে তারাবো পৌরসভার এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগেও তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে।


সারাবাংলা

আরও পড়ুন