• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:৫৬
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিপুল পরিমাণ মদের বোতলসহ আটক ২

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিপুল পরিমাণ মদের বোতলসহ আটক ২ ই-পেপার/প্রিন্ট ভিউ

মাদকবিরোধী অভিযান চালিয়েস্টাফ রিপোর্টার রংপুর।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০) আটক করা হয়েছে।

আটক মালেক মিয়া ও শয়কত আলী ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের ছেলে।

আজ (২ জুন) সোমবার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতল মদ জব্দ করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


রংপুর

আরও পড়ুন