• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , ভোর ০৫:৪৯
  • ১ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নড়াইলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নড়াইলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার। ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিউল ইসলাম(৩৮) ও মোঃ রমজান আলী(২২) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

 গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে এবং মোঃ রমজান আলী একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। 

 রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসতে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে,

 ৩১ মে' শনিবার সন্ধ্যার দিকে নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই শেখ কামরুজ্জামান ও এএসআই সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলামও মোঃ রমজান আলী কে গ্রেফতার করে।

 এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল

আরও পড়ুন