• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:২৬
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বাগমারা'য় কোরবানীর পশুর হাট গুলোতে অতিরিক্ত খাজনা আদায় ও জরিমানা-

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বাগমারা'য় কোরবানীর পশুর হাট গুলোতে অতিরিক্ত খাজনা আদায় ও জরিমানা- ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার-

রাজশাহী'র বাগমারা উপজেলা  সদর ভবানীগঞ্জ কোরবানীর পশুর  হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়  করার অভিযোগ পেয়ে সোমবার (২ জুন) ভ্যাম্যমান আদালতের অভিযান পরিচালিত  হয়েছে। এছাড়াও বাজার মনিটরিংকালে  দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ব্যবসায়ীর  জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, সোমবার  বিকেলে কোরবানীর পশুর হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায়  করার অভিযোগ পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময়  ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গরু হাটায়  ইজারাদারের দশ হাজার  টাকা এবং আলুহাটার খাশি হাটায় দশ হাজার টাকা জরিমানা আদায়  করা হয়েছে। অপরদিকে মূল্য  তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীর জরিমানা করা  হয়েছে।

ভ্যাম্যমান আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মেহেদী হাসান।

এদিকে  উপজেলার তাহেরপুর, মোহনগঞ্জ, মচমইল, হামিরকুৎসাসহ  বিভিন্ন কোরবানীর পশুর হাটে গরু, ছাগল, ভেড়া ক্রয়  বিক্রয়ে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া  গেছে।


রাজশাহী

আরও পড়ুন