• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:৫৯
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের মতবিনিময় সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে (সোমবার) ২ জুন বিকাল ৪ ঘকিকায়। বক্তব্য রাখেন- চ্যনেল এস হেড অব নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি মো: জোসেফ আলী চৌধুরী, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- তাওহীদ ইসলাম (সমাজসেবক), পিন্টু দেবনাথ (এনটিভি, ইউরোপ, কমলগঞ্জ), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), মো: সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র, রাজনগর), আব্দুল বাছিত খান (দৈনিক খবরপত্র, কমলগঞ্জ), মো: ফরিদুল ইসলাম ফরাজ (দৈনিক ঘোষনা), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), রিপন আহমদ (সময়ের মৌলভীবাজার), ও অশ্বিনী সিনহা প্রমুখ। বক্তারা বলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর প্রায় ১৬ বছরের পুরাতন আইন- (ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ৫ই এপ্রিল-২০০৯) যুগের সাথে তাল মিলিয়ে হালনাগাদ ও একাধিক উপ-ধারা, আইন সংশোধন করতে হবে। এর মধ্যে উল্লেখ যোগ্য ঔষদ বিষয়ক বিশেষ বিধান ( উপ-ধারা-৭২, উপ-ধারা-৭৩)। দক্ষ লোকবল নিয়োগ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো শক্তিশালী করতে হবে। ব্যাংক ও বীমা ও অনলাইনে বিভিন্ন প্রতারণা ঠেকাতে কঠোর আইন তৈরী করে ভোক্তা সাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অফিস করতে হবে। পাশা-পাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা পর্যায়ে নিজস্ব ভবন নির্মান করে কার্যক্রম পরিচালনার দাবী জানান বক্তারা। মতবিনিময় সভা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন- আপনাদের যৌতিক দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হবে।


মৌলভীবাজার

আরও পড়ুন