রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রৌমারী উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কর্তিমারী বাজারের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং রৌমারী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।”
তিনি আরও বলেন, “ রৌমারী বাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করি।”
তিনি ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন।”