নিজস্ব প্রতিনিধি
শনিবার ০৭ জুন (১০ই জিলহজ্জ) পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের পক্ষ হতে কুষ্টিয়া পুলিশ লাইন্সে দুপুর সাড়ে বারোটায় দিকে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় অংশ গ্রহন করেন। প্রীতিভোজে জেলা পুলিশের সকল সদস্যদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, টিআই-১, সদর ট্রাফিকসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।