• ঢাকা
  • মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ , রাত ১১:০১
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পশুর চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা: সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে অনেকের ক্ষোভ প্রকাশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পশুর চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা: সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে অনেকের ক্ষোভ প্রকাশ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

ঈদের দ্বিতীয় দিন আজ (৯ জুন ) সোমবার  দিনাজপুরের ফুলবাড়ীতে নামমাত্র মূল্যে কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে। এখানে গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। একটি ছাগলের চামড়া বিক্রি হচ্ছে এক কাপ চায়ের দামে অর্থাৎ মাত্র ১০ টাকায়। অনেকে ছাগলের চামড়ার দাম না পেয়ে নদীতে ফেলছেন।

আরও এক চামড়া বিক্রেতা মুজাহিদুল ইসলাম বলেন, ‘চামড়ার দাম নেই। মাদ্রাসার হুজুরকে ফোন দিয়েছি, উনিও আসেননি। তাই চামড়ায় লবণ দিয়ে রেখেছি। ইউটিউব থেকে ধারণা নিয়ে চেষ্টা করব নিজেই বাড়িতে কিছু বানানো যায় কি না।’

ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের পাশে চামড়া বেচাকেনা করতে ভিড় করছে লোকজন। বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রি করতে আসছে লোকজন। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় চামড়া ব্যবসায়ী কোরবান আলী ট্যানারির মালিকদের দোষারোপ করে বলেন, ‘তারা সরকারি দামে না কেনায় আমরাও কিনতে পারছি না। আমরা আকার ভেদে ৩০০ থেকে ৭০০ টাকায় চামড়া কিনছি। ছাগলের চামড়া নিচ্ছি ১০ টাকায়। ট্যানারির মালিকেরা ছাগলের চামড়া নিতে চায় না। এ জন্য দাম নেই। অন্য দিকে কোরবানি উপলক্ষে বেড়েছে লবণের দাম। আগে প্রতি মণ লবণ ৪৭০ টাকা থাকলেও এখন কিনতে হচ্ছে ৬৫০ টাকায়।’ তিনি আরও জানান, গত বছর সরকারি দামে চামড়া কিনে বিপাকে পড়েছিলেন। অনেক চামড়া নদীতে ফেলে দিতে হয়েছে। তাই এবার মাত্র ২০০ গরুর চামড়া কিনেছেন। তিনি আরও জানান, যে পরিমাণ পশু কোরবানি হচ্ছে, তা দেশের ট্যানারিগুলোর ধারণক্ষমতার অনেক বেশি। তাই তারা ন্যায্য মূল্যে চামড়া কিনতে চায় না। সরকারের উচিত বিকল্প কোনো চিন্তা করা।

বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী জানান, ‘যদি কেনার লোক না পাওয়া যায়, তাহলে তো বিপদ। ঠিক আছে বিষয়টি আমরা সরেজমিন যাচাই করে দেখব।’


সারাবাংলা

আরও পড়ুন