কাউনিয়া রংপুর প্রতিনিধি
কাউনিয়া জিন্নাহ চম্পা কমপ্লেক্স রবিবার আলোর দিশারী কর্তৃক আয়োজিত আন্ত কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।
ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেন, হারাগাছ সরকারি কলেজ ও কাউনিয়ার কলেজ, বির্তর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু হাসান রানা ,বিপ্লব কুমার মদক, উপ পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জামাল উদ্দিন উপ পরিচালক, এন এস আই আব্দুল লতিফ শাহ ওসি কাউনিয়া থানা, এনামুল হক গ্রেনেড খাদ্য পরিদর্শক। আবু সায়েম অতিরিক্ত পরিচালক, কৃষি সম্পসারন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের গ্রাম ও শহরে ধনী পরিবারের সন্তানদের মধ্যে ইদানিং ইয়াবা ফেন্সিডিল গাঁজায় আসক্তির যে প্রবণতা দেখা দিয়েছে তা সমগ্র জাতির জন্য এক ভয়াবহ পরিণতির ইঙ্গিতবাহী। ইয়াবা কেবল আমাদের তরুণ প্রজন্মের প্রাণশক্তি ও মেধাকে ধ্বংস করছে না, ইয়াবার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি ও অপরাধের বিস্তার ঘটছে। সুতরাং ইয়াবার সর্বগ্রাসী গতিকে রুখতে হলে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ইয়াবার বিরুদ্ধে দূর্বার সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে।অনুষ্ঠান শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।