• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৪:১৫
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জামালগঞ্জে ৫ বছরের শিশু ফারিহার রহস্যজনক মৃত্যু: শোক–উৎকণ্ঠায় গ্রামবাসী

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালগঞ্জে ৫ বছরের শিশু ফারিহার রহস্যজনক মৃত্যু: শোক–উৎকণ্ঠায় গ্রামবাসী ই-পেপার/প্রিন্ট ভিউ

তোফাজ্জল ইসলাম, জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) ভোরে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে বিবস্ত্র ও অর্ধনিমজ্জিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু ফারিহা আক্তারের মরদেহ। তার পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি নিছক মৃত্যু নয়—শিশুটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

ফারিহা আক্তার জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মো. মুজিবুর রহমান ও মোছা. সাহানারা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

নিহতের দাদি ফাতেমা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ফারিহা ও তিনি ঘরের মেঝেতে চট বিছিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে তিনি দেখেন, ঘরের লাইট নিভানো, দরজা খোলা, আর ফারিহা সেখানে নেই। বিষয়টি পরিবারের অন্যদের জানানোর পর শুরু হয় তীব্র খোঁজাখুঁজি।

পরদিন ভোরে গ্রামের লোকমান নামে এক ব্যক্তি বাড়ির পাশে থাকা পরিত্যক্ত ডোবায় থালাবাসন ধোয়ার সময় শিশুটির মরদেহ দেখতে পান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। ডোবা থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং তা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা ঘটনা রহস্যজনক। 

শিশুটির বাবা মুজিবুর রহমান বলেন, এই ঘটনার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। ঘরে কেউ ঢুকে কীভাবে এমন ঘটনা ঘটাল, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মেয়েকে কে বা কারা এত নির্মমভাবে হত্যা করল, আমরা বিচার চাই।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, এর আগে এমন মর্মান্তিক ও অমানবিক ঘটনা এই গ্রামে ঘটেনি। ফারিহার মরদেহ উদ্ধারের পর থেকে পুরো রামনগর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।ফারিহার রহস্যজনক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামের পরিবারগুলোতেও। একটি ছোট্ট শিশুর এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ।

এ বিষয়ে জামালগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি শুরু থেকেই সন্দেহজনক মনে হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছি। ঘর ও আশপাশের এলাকা থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সুনামগঞ্জ

আরও পড়ুন