স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অন্তত ৯টি বাড়িতে নির্বিচারে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার বালিজুরি ইউনিয়নের হোসেনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি হোসেনপুর গ্রামের ফজলু মিয়ার পক্ষের লোকজনের সাথে একই গ্রামের রাখাব উদ্দিনের পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন জন আহত হয়। এর আগেও একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলাও চলছে। মামলার পর থেকে ফজলু মিয়ার পক্ষের লোকজন গ্রেপ্তার আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে।
স্থানীয়রা জানায়, এই সুযোগে গত শুক্রবার রাতে রাখাব উদ্দিনের পক্ষের লোকজন প্রতিপক্ষ ফজলু মিয়ার পক্ষের লোকজনের ৯টি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। পরে শনিবার বিকালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফজলু মিয়ার পক্ষের আল আমিন মিয়ার স্ত্রী ইয়াছমিন আক্তার বাদী হয়ে রাখাব উদ্দিন (৩০) কে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী কয়েকজন জানান, পুর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে রাখাব উদ্দিন, জুলহাস মিয়া, জহুর আলম, সামায়ুন, ফাজেজ মিয়া ও হাছন মিয়া তাদের লোকজন নিয়ে আমাদের ৯টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে বাড়িঘরে থাকা নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগল, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের প্রায় ৩৮-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর থেকে হামলাকারী রাখাব উদ্দিন ও তাঁর লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ##