ই-পেপার/প্রিন্ট ভিউ
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও উত্তোলনকৃত বালু বহন করায় চারটি স্টিলবডি নৌকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার রাত ১টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের শোলডুয়ারী হাওরের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এই অভিযান চালায় মধ্যনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন- মনতলা গ্রামের সুরুজ আলীর ছেলে মো. আব্দুল হক, কালিহালা গ্রামের নুরুল হকের ছেলে মো. চাঁন মিয়া, বিশনাপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া, তিওর জালাল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. খসরুল আলম, নল্লাপাড়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মো. সেকুল মিয়া, ডাইয়ারকান্দা গ্রামের মো. মমিন মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মো. রফিকুল মিয়া।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
## এম এম এ রেজা পহেল