স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৬ জুন ) সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িচালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আব্দুল আজিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। গাড়িটি ঢাকায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের বাসায় ঈদের খাবার পৌঁছে দিতে যাচ্ছিল বলে জানা যায়।
আজ সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িচালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আব্দুল আজিজ।
গাড়িটি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা সেটিকে ধাওয়া করেন। পরে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল পেট্রলপাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটি আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।