• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , সকাল ০৬:১৮
  • ২ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গোবরাতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে গোবরাতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিক্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার মহিপুর মোড়ে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গোবরাতলা ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে ও উন্নয়নে ইর্ষান্নিত হয়ে নানারকম মিথ্যা, বানোয়াট প্রচারণা চালাচ্ছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনিয়নবাসীকে সর্তক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আবুল হায়াত আবেদিন, স্থানীয় বাসিন্দা সৈয়দ মওদুদ আহমেদ, শাহিন আহমেদসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন