• ঢাকা
  • বুধবার , ৯ জুলাই ২০২৫ , রাত ১২:২৯
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রূপগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে ১০ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ, নারীসহ আটক ৩

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রূপগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে ১০ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ, নারীসহ আটক ৩ ই-পেপার/প্রিন্ট ভিউ

রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১১ এর একটি দল গঙ্গানগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১০ কেজি গাঁজা, ৯৩০ পিস ইয়াবা ও ৭২ বোতল ফেনসিডিলসহ রাব্বি ও ওয়াহেদ নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি সেতু এলাকায় পুলিশের একটি টহল দল চেকপোস্টে তল্লাশির সময় খাগড়াছড়ি থেকে মাদক বহন করে আনা অবস্থায় হাজেরা নামের এক নারীকে আটক করে। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


নারায়ণগঞ্জ

আরও পড়ুন