• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৪:৪৮
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মানুষে'র মনোভাব প্রকাশের একটি'ই মাধ্যম, তা হলো "গান"

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মানুষে'র মনোভাব প্রকাশের একটি'ই মাধ্যম, তা হলো "গান" ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিপুর ইউনিয়নের এক মনোভাব লেখক মোছাঃ তন্নি খাতুন তার লেখা গানটি অনেকেই গেয়ে ভালো সুন্দর মানুষের মনোভাব কেরেছেন। সে গানটি আজ তুলে ধরা হলো:--

মন ভরে না দেখে তোমায় কী যাদু করছো আমায় ,

কী বাঁধনে আমায় তুমি বেধেঁছো বলোনা,

তুমি ছাড়া একটা সেকেন্ড জীবন বাঁচে না,

কী যে ভালবাসা তুমি দিলে আমাকে ,

জীবন মরণ বন্ধু আমি দিলাম তোমাকে ,

তুমি ছাড়া আর তো কোনো আপন জানি না,

তুমি ছাড়া একটা সেকেন্ড জীবন বাঁচে না ,

যুগে যুগে শত যুগেও চাই গো শুধু আমি,

তোমার বুকের মাঝে আমায় লুকিয়ে রেখো তুমি ,

তোমারি প্রেম ছাড়া এ মন কিছু খোঁজে না ,

তুমি ছাড়া একটা সেকেন্ড জীবন বাঁচেনা,

মন ভরে না দেখে তোমায় কী জাদু করছো আমায় ,

কী বাধন আমায় তুমি বেধেঁছো বলোনা ,

তুমি ছাড়া একটা সেকেন্ড জীবন বাঁচে না।

আরও চমৎকার চমৎকার গান নিয়ে আসবেন তিনি।


ফিচার

আরও পড়ুন