• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:০৬
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বাগমারায় পুলিশের হেফাজতে আসামীকে হত্যা মামলার পলাতক আসামী-গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বাগমারায় পুলিশের হেফাজতে আসামীকে হত্যা মামলার পলাতক আসামী-গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার-

রাজশাহী'র বাগমারায় পুলিশের  উপর হামলা করে হেফাজতে থাকা  হত্যাকারী আসামীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়েরকৃত  ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক  আসামী মোঃ গোলাম প্রামাণিক (৩৫) কে নওগাঁর আত্রাই থেকে গ্রেফতার করেছে  র‌্যাব-৫।

বুধবার (১৮ জুন) দিনগত'রাত ৩টার  দিকে আত্রাইয়ের গোয়ালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করে  র‌্যাব-৫। গোলাম প্রামাণিক ওই এলাকার মৃত আব্দুর রহমান প্রামাণিকের  ছেলে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল  বাগমারার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে  রাজ্জাক প্রামাণিককে ছুরি মেরে হত্যা করে  আমিরুল নামে এক যুবক। গ্রেফতারকৃত আমিরুলকে পুলিশের  কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্থানীয় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে  হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে র‌্যাব  ছায়া তদন্ত শুরু করে।ইতোমধ্যে আরও তিনজন  আসামী গ্রেফতার হয়েছে। বাকি  আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত  রয়েছে।


রাজশাহী

আরও পড়ুন