• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৫:১২
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মাগুরায় পাট'চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মাগুরায় পাট'চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ ইলিয়াস হোসেন, বিভাগীয় চিফ ব্যুরো খুলনা

গত বুধবার ১৮ জুন ২০২৫ তারিখে মাগুরা জেলা অডিটোরিয়ামে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। 

মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় জেলা অডিটরিয়ামে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুউর রহমান, পাট অধিদপ্তর মাগুরা মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার সহ প্রমুখ।

সমাবেশে জেলার ১০০ জন পাট চাষী এবং উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ, খাতা- কলম এবং খাবার প্রদান করা হয়।

পাটশিল্পের সম্ভাবনা ও চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাজারজাতকরণ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ফসল। এটি শুধু অর্থনৈতিক নয়, পরিবেশবান্ধব একটি সম্পদ। কৃষকদের আয় বৃদ্ধিতে পাটচাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।" তিনি পাটচাষকে আরও বিস্তৃত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনেের আহবান জানান।


মাগুরা

আরও পড়ুন