নিজস্ব সংবাদ দাতা:
আজ ১৯ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় কলেজের অডিটোরিয়ামের হল রুমে অধ্যক্ষ মৌলদ আহমদের সভাপতিত্বে, জুলফিকার আল মাকনুন এর সঞ্জলনায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের ১১৬ জন পরিক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হয়, বিতরনকালীন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার কৃতি সন্তান, শিক্ষাদ্যোক্তা, ইউরোপে বাংলার গর্ব ডঃওয়ালী তসর উদ্দিন এমবিই ডিবিএ জেপি ,ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ( ইবিএফসিআই ) এর সভাপতি, আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজের অভিভাবক শিক্ষক সমিতির সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ জোসেফ আলী চৌধুরী,সাবেক আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কাচন মিয়া, এছাড়া আর উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃমিজানুর রহমান মোঃইউসুফ মিয়া, হুমায়ুন কবির রাজিব বিশ্বাস শিরিন পারভীন হ্যপি দত্ত, সুলতানা রাজিয়া সহ সম্মানিত অভিভাবকেরা।