• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ১২:৩৬
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাই পথে আমদানিকৃত ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২১জুন) বিকেলে উপজেলা বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সুত্রে জানাযায় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১.৫ কি:মি: দক্ষিণ দিকে বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত একটি বসতবাড়ি তল্লাশী করে ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। 

জব্দকৃত ভারতীয় সিরামিক কাপের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ, ২৫ হাজার টাকা এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকার আনুমানিক সিজার মূল্য ১লাখ ৭৫ হাজাট টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান , ,বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, এসআই বদিউজ্জামান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।:


তাহিরপুর

অপরাধ

আরও পড়ুন