• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , সকাল ০৭:১২
  • ২ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রাজশাহী'তে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা,বিসিবি সভাপতির-আমিনুল ইসলাম বুলবুল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রাজশাহী'তে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা,বিসিবি সভাপতির-আমিনুল ইসলাম বুলবুল ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ "ক্রিকেট বোর্ডের" (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে চালু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। পাশাপাশি বাড়ানো হবে ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম। দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আরও ছড়িয়ে দিতে চান তিনি।

রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ সিক্স-এ- সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি।

তিনি বলেন,“আমরা দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। রাজশাহীতে মাঝে মাঝে প্রথম শ্রেণির ক্রিকেট হয়। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করব। পাশাপাশি এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন নিয়েও কথা বলেন বুলবুল। বলেন,“আমরা টেস্ট ক্রিকেটকে সামনে নিয়ে যেতে চাই। এটা একটা লঞ্চপ্যাড হিসেবে দেখছি। গতকাল খুলনায় এবং আজ রাজশাহীতে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে,তা অনুপ্রেরণাদায়ক।

বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে তিনি বলেন,“সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। কীভাবে রাজশাহী থেকে আরও খেলোয়াড় উঠে আসতে পারে এবং জাতীয় দলে সুযোগ পেতে পারে- সেই বিষয়ে আমরা কাজ করব।

রাজশাহী স্টেডিয়ামের পরিকাঠামোতেও সন্তুষ্টি প্রকাশ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “এমন আউটফিল্ড ও উইকেট অনেক দেশেই নেই। যদি দেশব্যাপী এমন সুযোগ-সুবিধা তৈরি করা যায়, তাহলে প্রাকৃতিকভাবেই উন্নত গ্রাউন্ডস তৈরি হবে।


রাজশাহী

আরও পড়ুন