• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:৫৬
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২২ জুন) রবিবার সকাল ৯টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রুমে তালা দিয়ে অবরুদ্ধ করেন অধ্যক্ষকে। পরে তাঁরা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর উল্লেখ করেও কোন সমাধান হয়নি। এ বিষয়ে কলেজ প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। 

রিপোর্ট লেখা পর্যন্ত কলেজের অধ্যক্ষসহ অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উল্লিখিত দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। 

এদিকে শিক্ষার্থীরা লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনের গতিবিধি নজরে রেখে অবস্থান করছেন সেখানে। এসময় শিক্ষার্থীদের সাথে কয়েকদফা কথাও বলেন সেনাবাহিনী।


রংপুর

আরও পড়ুন