রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিন মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার রাত আনুমানিক ২ টার দিকে একদল ডাকাত বসতবাড়ির পিছনের অংশ কেটে ঘরে প্রবেশ করে। প্রথমেই তারা বাড়ির সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর বারান্দার গেট ও ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে রেখে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী শাহিন মাষ্টার জানান, ডাকাতির সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন এবং কাউকে ডাক বা সহায়তা নেওয়ার সুযোগও ছিল না।
ঘটনার পরপরই রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।