• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:০১
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

২১ দফা দাবিতে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে তৃতীয় দিনের শাটডাউন কর্মসূচি পালন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
২১ দফা দাবিতে শিক্ষার্থীরা   ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে তৃতীয় দিনের শাটডাউন কর্মসূচি পালন ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে নতুন বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ, যাতায়াতের জন্য বাস সংস্থান, নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপনসহ মোট ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করছেন।

দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীকাল (২৫ জুন) বুধবার থেকে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

 আজ (২৪ জুন) মঙ্গলবার দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ক্যাম্পাসে না আসবেন, ততক্ষণ আন্দোলন চলবে।

৩য় দিনেও ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত একটি শতবর্ষী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কারমাইকেল কলেজে প্রয়োজনীয় বিভাগ নেই, নেই আবাসিক হল, যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স পর্যন্ত স্থাপন করা হয়নি। দীর্ঘদিন ধরেই এসব সমস্যার কথা বলে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের ভাষায়, ‘৫ আগস্টের পর থেকে আমরা আন্দোলন শুরু করেছি। দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধু আশ্বাস ছাড়া কোনো বাস্তব সমাধান পাওয়া যায়নি। এবার আমরা আর ছাড় দেব না। উন্নয়নের জন্য আন্দোলন চলবেই।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান জানান, ‘শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে লিখিত আকারে সব সমস্যার কথা জানানো হয়েছে। আমরাও চাই দ্রুত দাবিগুলোর বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসুক।’


সারাবাংলা

আরও পড়ুন