• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:৩৯
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পীরগঞ্জ মহাবিদ্যালয়ে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পীরগঞ্জ মহাবিদ্যালয়ে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মাহমুদুল হাসান সোহেল পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :-

রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পীরগঞ্জ মহাবিদ্যালয়ে এইচএসসি ২০২৫ পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজটির হলরুমে গত ২৪জুন মঙ্গলবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন। কলেজের হিসাববিজ্ঞান প্রভাষক গোলাম আল বিরণ (শোভন) এর সঞ্চালনায়, প্রথমে পবিত্র কুরআন থেকে সূরা তিলওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ ও পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাদেকুল ইসলাম৷ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও বাশিস এর সাধারণ সম্পাদক আবু আজাদ মিয়া (বাবলু), উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান শাহিন, পৌর বিএনপি সভাপতি সাইফুল আজাদ, আতাউর রহমান বিটু, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান (আনিছ) প্রমুখ সহ অত্র কলেজের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। বিশেষ অতিথি বিদেয়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্যে বলেন প্রতিষ্ঠানটি হাটিহাটি পা পা করে আজ এতবড় হয়েছে এবং পীরগঞ্জের সেরা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আগামী এইচএসসি পরিক্ষায় যারা অংশগ্রহন করবা তাদের সকলের জন্য শুভ কামনা, এবং ভবিষ্যতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবাই কে এগিয়ে যাওয়ার আহবান ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। তাছাড়াও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাদেকুল ইসলাম বক্তব্যে বলেন গত দুই বছর যাবৎ আমাদের প্রতিষ্ঠানে তোমরা ছিলা, এখন তোমাদের আজ এ বিদায় শুধু বিদায় নয় তোমাদের জীবনের একটি শক্তিশালী অধ্যায়, আশা করি সর্বচ্চো ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম অর্জন করবে, অবশ্যই তোমরা ভবিষ্যৎএ ভালো কিছু করবা এবং পরিক্ষার প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। কলেজটির পক্ষ থেকে পরিক্ষার্থীদের পরিক্ষার সকল উপকরণ সামগ্রী বিতরণ করেন। সবশেষে প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা প্রভাষক আব্দুল মান্নান তালিব বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত ভাবে সমাপ্তি হয়।


পীরগঞ্জ

আরও পড়ুন