• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৪:৩৭
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সালমা আক্তার, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু প্রমূখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী।

বক্তারা পরীক্ষার্থীদের আগাম সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যত জীবনে নৈতিকতা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে চলার আহ্বান জানান।


সারাবাংলা

আরও পড়ুন