• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , ভোর ০৫:২১
  • ১ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

লোহাগড়ায় জুয়া খেলাকালে ৪ জুয়াড়ি আটক,নগদ টাকা ও তাস উদ্ধার।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
লোহাগড়ায় জুয়া খেলাকালে ৪ জুয়াড়ি আটক,নগদ টাকা ও তাস উদ্ধার। ই-পেপার/প্রিন্ট ভিউ


মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া গ্রামে ফসলি জমিতে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১৭ হাজার ২০০ টাকা, ১১৬টি তাস এবং একটি বড়সড় পলিথিন জব্দ করা হয়।

লোহাগড়া থানা পুলিশের এসআই জাকির হোসেন জানান, গত ২৪ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আলামুন্সীর মোড়ের পাশে মাইটকুমড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—মাইটকুমড়া গ্রামের মোঃ নজরুল শেখের ফসলি জমির খোলা জায়গায় কয়েকজন ব্যক্তি টর্চলাইটের আলোতে টাকায় জুয়া খেলছে।

এ-সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে নগদ টাকা,তাস,ও পলিথিন জব্দ করে।

এ সময় চারজনকে আটক করে পুলিশ, এবং অনেকেই জুতা স্যান্ডেল ফেলে পালিয়ে যায়।

আটককৃতরা হলো—উপজেলার বেলটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিপন হোসেন (৩৩), মাইটকুমড়া এলাকার হাবিবুর শেখের ছেলে শাহিন শেখ (৪৫),একই এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩০) এবং জয়পুর ইউনিয়নের কবির শেখের ছেলে মোঃ আজিজুর শেখ।

অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১১৬টি তাস,বসার জন্য ১১ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি রঙিন পলিথিন এবং নগদ ১৭,২০০ টাকা।

তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া খেলা আইন ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নড়াইল

আরও পড়ুন