• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:৪৮
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

"প্লাস্টিক দূষণ রোধ করি-বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি" প্রতিপাদ্য বুধবার (২৫ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আদালত চত্বরের সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এর প্রতিনিধি পুলিশ কর্মকর্তা ফেরদৌস আজিজ, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ আবু সাইদ প্রমূখ। 

মোঃ আশরাফুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। এ সময় অবৈধ পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ সহ সব ধরনের পন্য বর্জন করার আহ্বান জানান তারা।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, প্রয়াস এনজিও-র জুনিয়র এসিস্ট্যান্ট ডাইরেক্টর মোঃ আব্দুস সালাম, ব্রাক এনজিও-র জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, স্পেস এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শাজাহান আলী ও শিশু শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ছাত্রী জারিন আফরোজ শিফা।

বক্তব্য সাংবাদিক ফয়সাল আজম অপুসহ বক্তারা বলেন, বায়ু দূষণ, শব্দ দূষন, ক্ষতি কারক ইউক্যালেকটার গাছ পরিহার করা।

বিশেষ করে পলিথিন অপচনশীল দ্রব্য যেটা মানুষের জন্য মারাত্মক ক্ষতি কারক। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা৬(ক) অনুযায়ী পলিথিন উৎপাদন আমদানি বাজারজাতকরণ, বিক্রয়, মজুদ, বিতরণ, বানিজ্যিক, উদ্দেশ্যে ব্যবহার ও পরিবহন দন্ডনীয় অপরাধ এই সম্পর্কে ধারণা দেন।

সেই সাথে পলিথিন এর বিকল্প হিসেবে কাগজ, পাট, অথবা চটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেন। সেই সাথে বলেন সকলকেই সচেতন হতে হবে।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানটিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী সহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন