হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে পলাতক আসামী ইমন(২০),অপু (২৮) ও নিয়মিত মামলার আসামী তাহির (৩০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই মোঃ লুৎফর রহমান, এসআই রিফাত সিকদার ও এএসআই আলী আকবর সহ একদল পুলিশ ২৮ শে জুন দিবাগত রাতে বিশেষ অভিযান করে জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রাম নিবাসী মৃত ছমির উদ্দিন এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ৮, তারিখ-১৪/০৬/২০২৫, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর এজাহারনামীয় আসামী তাহির মিয়া (৩০)কে নোয়াগাঁও বাজার সংলগ্ন রাস্তা হইতে, একই উপজেলার আহমদাবাদ (কুবাজপুর) গ্রাম নিবাসী হান্নান মিয়ার ছেলে ননজিআর- ৪৭/২৪ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ইমন মিয়া (২০) কে তার নিজ বসত বাড়ী হইতে ও কবিরপুর গ্রাম নিবাসী লাল মিয়ার ছেলে জিআর-৪৫/২৫ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী অপু মিয়া (২৮)কে শিবগঞ্জ বাজার হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে জুন রোজ রবিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।