• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:৩৩
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ময়মনসিংহ নগরীর রাস্তার অধিকাংশ ম্যানহোলের ঢাকনা নেই ; দ্রুত সংস্কার প্রয়োজন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ময়মনসিংহ নগরীর রাস্তার অধিকাংশ ম্যানহোলের ঢাকনা নেই ; দ্রুত সংস্কার প্রয়োজন ই-পেপার/প্রিন্ট ভিউ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

মুসলিম গার্লস কলেজের গেইটের সামনের ম্যানহোলের দুইটি ঢাকনা নেই। এমনিতেই প্রচুর জনসমাগম তারপরে ম্যানহোলের ঢাকনা নেই। যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। 

হ্যাঁ এমনটাই হয়েছে পরীক্ষার প্রথম দিনে। একটা আপু পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে যখন যাচ্ছিল তখন প্রচুর ভীড় ছিল। এতে করে আপু কোন কিছু বোঝার আগেই ম্যানহোলের গর্তে পড়ে যায়। আপু পড়ে যাওয়ার ফলে খানিকটা ব্যাথা পেয়েছে এবং উনার চশমাটাও হারিয়ে যাই ম্যানহোলের গর্তে।

আর একটু হলে আপুর ফাইলটাও যেখানে আপুর এডমিট কার্ড এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র ছিল পড়ে যেত ম্যানহোলের গর্তে। যদি না একজন চাচা উনার ফাইলটা হাত থেকে না নিতো। পরে লোকজনের সহযোগিতায় আপুকে গর্ত থেকে তুলা হয়। আপুটির কোমর পর্যন্ত সম্পূর্ণ ভিজে গিয়েছিল। 

এরকম ঘটনা বা এর চেয়ে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর দায় এড়াতে পারবে না। ময়মনসিংহ এখন বিভাগীয় নগরী। এ নগরীতে প্রতিটি রাস্তা দ্রুত মেরামত চায় নগরবাসী। এ ছাড়াও বিভিন্ন রাস্তা কাজ এখনো চালু হয়নি। দ্রুত রাস্তা গুলির কাজ চালু করে সমাপ্তি করা হোক।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন পরীক্ষার্থীদের অভিভাবক, যেন খুবই দ্রুত সকল কেন্দ্রের আশেপাশে যত ম্যানহোলের ঢাকনা আছে তা দ্রুত পর্যবেক্ষণ পূর্বক সংস্কার করা হয়।


ময়মনসিংহ

আরও পড়ুন