• ঢাকা
  • বুধবার , ৯ জুলাই ২০২৫ , রাত ১২:২৭
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ই-পেপার/প্রিন্ট ভিউ

 স্টাফ রিপোর্টার রংপুর।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দল এবং গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

আজ (১ জুলাই) মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এই অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ৬৩ রাজনৈতিক দলের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে যানা যায়।


সারাবাংলা

আরও পড়ুন