• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , ভোর ০৫:৩৪
  • ১ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পূর্বাচলে সেনাবাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পূর্বাচলে সেনাবাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি

ঢাকার নিকটবর্তী পূর্বাচল উপশহরের আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে খিলক্ষেত ও উত্তরখান এলাকা থেকে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল টিম প্রথমে খিলক্ষেত এলাকা থেকে বাবু (৩৩) নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে বাবুর দেওয়া তথ্য অনুযায়ী উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন—রনি (৩০), বক্কর (২৮) ও আলমগীর (৩৫)—কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবার স্থায়ী ঠিকানা উত্তরখান এলাকায়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯৫ পিস ইয়াবা, ১ কেজি ব্রাউন সুগার, নগদ ৪৫,০০০ টাকা ও তিনটি মোবাইল ফোন। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও মাদকসেবন ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এই অভিযান সম্পর্কে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনছে। অভিযানের পর আটক চারজনকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উত্তরখান থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


নারায়ণগঞ্জ

আরও পড়ুন