রনি আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের উদ্যোগে রূপগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসক যেমন জেলার সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন, তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরাও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রূপগঞ্জেও এ কর্মসূচি নিয়মিতভাবে পালিত হচ্ছে।”
পরে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।