• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , রাত ০৩:৪০
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ'প'প্র'চা'রে'র প্র'তি'বা'দে তারাকান্দায় প্রেসক্লাব সভাপতি ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সামাজিক যোগাযোগ মাধ্যমে অ'প'প্র'চা'রে'র প্র'তি'বা'দে তারাকান্দায় প্রেসক্লাব সভাপতি ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন ই-পেপার/প্রিন্ট ভিউ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ'প'প্র'চা'রে'র প্র'তি'বা'দে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আ. মালেক আর্মি।

গতকাল (বুধবার ২ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় নতুন বাজারস্থিত তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকের সাংবাদিকদসহ ভূ''ক্ত'ভো'গী'দের উপস্থিতিতে নিজের বি"রু'দ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ'প'প্র'চা'রে'র বি'রু'দ্ধে প্র'তি'বা'দ জানিয়ে অয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি।

লিখিত বক্তব্যে প্রেসক্লাব সভাপতি মালেক বলেন-তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের রায়জান গ্রামে সাইফুল ইসলাম গং এবং শামছল হক গং'দে'র মধ্যে বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের দ'খ'ল নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলাবস্থায় গত কয়েকদিন পূর্বে দ'খ'ল বে-দ'খ'লের ঘটনা ঘটে। বিষয়টি আইন-আদালতে গড়ায়। এদিকে পরিস্থিতির অবনতি ঘটলে একদিন সেনাবাহিনীর সদস্যরা এবং থানা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করতে বা'ধ্য হন। 

পরে ভূক্তভোগী শামছল হক বিষয়টি আমাকে জানালে আমি সংবাদ প্রকাশ করি।এতে ক্ষিপ্ত হয়ে শামছল হকের প্রতিপক্ষ সাইফুল গং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বি'রু'দ্ধে অ'প'প্র'চা'র চালায় এবং উৎকোচ গ্রহণের মি'থ্যা অ'ভি'যো'গ তুলে মা'ন'হা'নি'ক'র বক্তব্য প্রচার করে। আমি এর তী'ব্র প্র'তি'বা'দ জানাই। এ সময় তিনি আইনজীবির সাথে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন বলেও জানান।


ময়মনসিংহ

আরও পড়ুন