ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মোঃ মোশায়িদ তালুকদার আওয়ামীলীগের স্থানীয় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আত্নীয় ও বন্ধু পরিচয়ে ১৫ বছর লুটপাট করেছে বলে তার এলাকার বিএনপির লোক জন দাবী তোলেছে। বিগত দিনে মোসায়িদ তালুকদার আওয়ামী লীগের লোকজনের সাথে মিলে ব্যবস্যা ও বিভিন্ন প্রকল্পের কাজ করছে। বর্তমানে সে মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকে বিএনপির প্রবাভ কাটিয়ে জমি দখল, জলমহাল বিল দখল সহ বিভিন্ন সন্ত্রসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। কিছু দিন আগে মোসায়িদ তালুকদার তার লোকজনকে নিয়ে গোচর ভূমি ও লিজ কৃত গুড়াডোবা বিল দখল করে নেয়। এর প্রতিবাদে বিক্ষোভদ্ধ বিএন পির নেতা কর্মী ও এলাকাবাসী মিলে উপজেলা সদরে মানববন্ধন ও মিছিল সমাবেশ করে ঐ ফ্যাসিবাদের দোসরের বহিষ্কার দাবী করছে এবং তাদের কবল থেকে বিলটি উমুক্ত জলাশয়ে অবমুক্ত করার দাবি জানিয়েছে। মোসায়িদের আপন ছোট ভাই মোস্তাফিজর রহমান তালুকদার ছিল মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক । তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কোন সন্ত্রাসী বা আওয়ামীলীগের সাথে জরিত আছে এমন লোক দলীয় পদে রাখা যাবেনা।
মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবে হায়াত বলেন,মোসায়িদ তালুকদার আওয়ামীলীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আত্নীয় ও বন্ধু ছিল এটা সত্যি। তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান সাবেক ছাত্রলীগের মধ্যনগর থানার সাধারণ সম্পাদক ছিল। মোসায়িদ বর্তমানে মধ্যনগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আমি দেখেছি মোসায়িদের এলাকার লোক জন বিল দখল ও ভূমি দখলকে কেন্দ্র করে মধ্যনগর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
৫ তারিখের পর পট পরিবর্তন হওয়ায় তার লোকজন নিয়ে কিছু ভূমি ও গুরাডোবা বিল দখল করেছে যা আমাদের দল এইসব কাজ সমর্থন করে না।
মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসায়িদ তালুকদার বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমার দলিলের জায়গা আমি দখল করেছি। গুরাডোবা বিল আমি সরকারি খাজনা দিয়ে আমার দখলে নিয়েছি। আমি ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম সেই হিসেবে আওয়ামী লীগের লোকজনের সাথে কাজ করেছি। সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন আমার আত্নীয় ও বন্ধু এটা অস্বীকার করা যাবেনা। আমি বিএনপির আদর্শে রাজনীতি করি, আমাকে হেও প্রতিপন্ন করার জন্য একটা মহল মিথ্যা বদনাম রটাচ্ছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, সে যদি সরকারি খাজনা দিয়ে গুরাডোবা বিল দখল করে থাকে তাহলে বৈধ, যদি সে খাজনা না দিয়ে অন্যের বিল দখল করে তাহলে অবৈধ। তাছাড়া তার বিরুদ্ধে অন্যান অভিযোগ লিখিতভাবে কেউ করলে তদন্ত করে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মোসায়িদ তালুকদার আমার আত্নীয় ও বন্ধু। আওয়ামীলীগের আমলে সে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে তাতে কি হয়েছে। আমার সময় সে কোন দল করেছে সেটা দেখার বিষয় না আমার কাছে সব জনগন সমান ছিল।
## এম এম এ রেজা পহেল