ই-পেপার/প্রিন্ট ভিউ
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার এক মতবিনিময় সভা।
জেলার ১২টি উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
> “বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংখ্যালঘু নেতাকর্মীরা নিজেদের সম্প্রদায়ের কার্যক্রমেও অংশ নিতে পারিনি। এখন সময় এসেছে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হবার। জাতীয় সংসদ নির্বাচন যেন অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, সে দাবিও জোরালোভাবে উত্থাপন করছি।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অজিত দাস, যুবদলের যুগ্ম আহ্বায়ক রনজিৎ সূত্রধর, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।