ই-পেপার/প্রিন্ট ভিউ
রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনী জামে মসজিদে নামাজের কাতার নিয়ে বিরোধের জেরে মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত মেজর হারুন অর-রশিদের বিরুদ্ধে। ঘটনায় ব্যবহৃত তার লাইসেন্সকৃত পিস্তলটি ২৩ জুলাই (বুধবার) জব্দ করেছে পুলিশ।
জানা যায়, গত ২২ জুলাই (মঙ্গলবার) ফজরের নামাজে কাতারে জায়গা না পেয়ে মেজর হারুন মসজিদে উপস্থিত মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পিস্তল নিয়ে তিনি হামলা চালান, এতে হাফেজ মিজানুর রহমান (১৬) নামে এক ছাত্র আহত হয়।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ফাইজ উল্লাহ বলেন, মেজর হারুন প্রায়ই নামাজের প্রথম কাতারে জোরপূর্বক দাঁড়ান এবং ইসলামী বিষয় নিয়ে ইমাম ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর আগেও ১৯ ফেব্রুয়ারি জমি বিরোধে তিনি পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছিলেন বলে জানান এলাকাবাসী।
অভিযোগ অস্বীকার করে হারুন অর-রশিদ বলেন, “আমি হাম্বলী মতে নামাজ পড়ি। হানাফী অনুসারীরা বাধা দিয়েছে বলেই অপমানিত হয়ে পিস্তল বের করি, তবে কাউকে গুলি করিনি।”
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “ঘটনায় পিস্তল জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”